স্কেল ও কির

স্কেল ও কির - Hallo sahabat Musiculture, Pada artikel ini kamu akan mengetahui lebih banyak tentang স্কেল ও কির, mengenai Artikel স্কেল ও কির, Untuk lebih jelasnya simak ulasan lengkap dibawah ini.

Judul : স্কেল ও কির
link : স্কেল ও কির

Baca juga


স্কেল ও কির


গিটার বা যে কোনযন্ত্র শিখতে হলে প্রথমেইনোট কর্ড স্কেলসম্পর্কে ধারণা থাকা প্রয়োজন গানগাইতে গেলেও ধারণাগুলোথাকা দরকার পাঠে আমি সহজ কথায় বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব

নোট: আমরা সবাই জানিকোন জিনিশ কাঁপলে তাথেকে শব্দ তৈরী হয়।  জিনিশটি কত দ্রুত কাঁপছেবা কম্পাংক কত (প্রতি সেকেন্ডকাঁপার হার) তার উপরনির্ভর করে শব্দটি কতটাতীক্ষ্ণ। প্রতিটি বাদ্যযন্ত্রেই কোন উপায়ে (আঘাতকরে বা বায়ু প্রবেশকরিয়ে) শব্দ তৈরী করাহয়। নোট বা স্বরহচ্ছে একটি বিশেষ কম্পাংক(যা গুণীজনেরা আগে থেকে নির্ধারণকরে দিয়েছেন) হারমোনিয়ামবা কিবোর্ডের প্রতিটি চাবিতে (বা রিডে) একএকটি নোট থাকে। গিটারেপ্রতিটি তারের প্রতিটি ফ্রেটেএকটি নোট থাকে।

সব কম্পাংককে মাত্র ১২ টিনোট দিয়ে প্রকাশ করাহয়। ১২ টি নোটকেআবার মনে রাখার সুবিধারজন্য ৭টি ইংরেজী অক্ষরদিয়ে প্রকাশ করা হয়।নোটের চেয়ে অক্ষরের সংখ্যাকম বলে বাড়তি নোটগুলোকে# (শার্প) b (ছোট হাতেরবি এর মতো, কিন্তুবলা হয় ফ্ল্যাট) দিয়েবোঝানো হয়। তার মানেবারোটি নোটের নাম হলো-

C, C# (বা Db), D, D# (বা Eb), E, F, F# (বা Gb), G, G# (বা Ab), A, A# (বা Bb), এবং B

প্রথাগতভাবে, কেবল C, C#, D, Eb, E, F, F#, G, G#, A, Bb B এই নামগুলি ব্যবহৃতহয়।  B এর পরে আবারC থেকে শুরু হবে এবংচক্রাকারে চলতে থাকবে।  তবে C এর কম্পাংক প্রথমটার  দ্বিগুণ।  B E এর কোনশার্প হয় না এবংC F এর কোন ফ্ল্যাটহয় না।

গিটারে যে কোন তারকেযদি আমরা C মনে করি, তবে তারটি খোলা বাজালেতা C নোট হবে। প্রথমফ্রেটে আঙুল দিয়ে বাজালেতা C# হবে, দ্বিতীয় ফ্রেটেD, এভাবে .. ১২তম ফ্রেট (১৩তমবার) ধরে বাজালে আবারতা C হবে। দুটো C বাজালেঅনেকটা একই রকম শোনাযাবে।

কিবোর্ডে যে কোন চাবিকেC ধরে পর পর বাজিয়েগেলে (কালো সাদা সহ) তা হবে, C#, D, D#, E, .... প্রথমথেকে ১৩তম চাবিতে গেলেআবার C পাওয়া যাবে। দুটোC কে একসাথে চেপে বাজালেঅনেকটা একই রকম শোনাযাবে।

কর্ড: একাধিক নোটকে একসাথেবাজানোকে কর্ড বলে। গিটারেএকাধিক তার একসাথে বাজিয়েকর্ড বাজানো হয়। কিবোর্ডে একাধিককি একসাথে চেপে ধরেকর্ড বাজানো হয়। কোন কোনকি এক সাথে বাজানোহচ্ছে তার উপর নির্ভরকরে কর্ডের বিভিন্ন নামহয়। যেমন "C মেজর" কর্ড বাজানোর সময়C, E আর G নোটকে এক সাথেবাজানো হয়। "D মেজর" কর্ড বাজানোর সময়D, F# A নোটকে একসাথে বাজানোহয়। শুধু নোট বাজানোরচাইতে কর্ড বাজালে তাগলার সাথে ভাল মিলেযায় বলে গান শুনতেভাল লাগে। কর্ড কীভাবেগঠন করা হয় কীভাবে বাজানো হয় তা আমরাপরে কোন এক পাঠেবিষদ জানব।

স্কেল: কোন গানে এইবারোটির সব নোটই যেবাজাতে হবে তার কোনকথা নেই। গানের ধরনবা উপযোগিতার উপর নির্ভর করেকেবল বিশেষ কিছু নোটব্যবহৃত হয়। যেমন- "মেজরস্কেল" এর বেলায় কেবলC, D, E, F, G, A, B (C থেকেশুরু করলে) ব্যবহৃত হয়।স্কেল মেজর, মাইনর, পেন্টাটোনিকইত্যাদি অনেক হতে পারে।পরে এসব নিয়ে আলোচনাহবে। শুধু এটুকু মনেরাখলে হবে যে, স্কেলহলো ১২ নোট থেকেবাছাই করা কিছু নোটেরসংগ্রহ। এই বাছাই করারপ্রক্রিয়াটা ভিন্ন ধরনের স্কেলেরবেলায় ভিন্ন। বারটি নোটেরসবগুলিকে নিয়ে যে স্কেলতাকে ক্রোমাটিক স্কেল বলে। স্কেলসম্পর্কে বিস্তারিত পরে জানব।

গানের কি: স্কেলের পাশাপাশি প্রতিটি গান বা কম্পোজিশনেরএকটা কি (key) থাকে। তবেসাধারণত কি আর স্কেলএক করে বলা হয়।যেমন, "সি মেজর স্কেল", "ডি মাইনর স্কেল"লক্ষ্য করুননামগুলো একরকম শোনা গেলেও, কর্ড স্কেল কিন্তুএক বিষয় না।

স্কেল কির সম্পর্ক: প্রতিটি স্কেলের একটি শুরু নোটথাকে, সেটিই ওই স্কেলেরকি। কোন একটা গান, বিশেষ যখন বাঁধা হয়, তখন তা গানের ধরনবা মর্জির বিচারে বিশেষস্কেলের হয়। যেমন, অঞ্জনদত্তের বেলা বোস বা২৪৪১১৩৯ গানটা মেজর স্কেলেগাওয়া। এখন, অঞ্জন দত্তযখন গানটা গান, তখনতিনি ডি মেজর কর্ডথেকে শুরু করেন। অন্যকথায়, গানটা তিনি "ডিমেজর স্কেলে গান"কারো গলা যদি অতমোটা না হয়, তাহলেসে হয়ত গানটাE বা F থেকে গাইবে। সেক্ষত্রে, আমরা বলব, তিনি গানটা  E বা F মেজর স্কেলে গাচ্ছেন।মোটামুটিভাবে গানের প্রথম কর্ডটাথেকে গানের কি (key) হয়।তবে এটি কোন নিয়মনা। গানের কি (key) কীহবে তা নির্ভর করেগানটিতে কোন কর্ড বানোটের প্রাধান্য আছে, সেটি যেগানের শুরু হবে তারকোন কথা নেই। গলারবা গায়কের পরিবর্তনের জন্যকির হেরফের ঘটে, কিন্তুস্কেল অপরিবর্তিত থাকে। যেমন, বেলাবোসকেকেউ মাইনর স্কেলে গাইতেপারবে না (মানে ঠিকমূল আবেদনটা থাকবে না)কোন গানকে এক কিথেকে অন্য কিতে নেয়াকেট্রান্সপোজিশন বলে। বাংলাকর্ড সাইটেযেসব কর্ড আছে তাযে কোন কিতে ট্রান্সপোজকরে নেয়া যায়। ট্রান্সপোজকরার জন্য কর্ড তালিকারনীচে, ট্রান্সপোজ লেখার পাশে "উপরে" বা "নীচে" লিংকে ক্লিক করতেহবে। যেমন- সিতে থাকাকোন গানকে ডি তেনিতে হলে দুই বার"উপরে" লিংকে ক্লিক করতেহবে




Demikianlah Artikel স্কেল ও কির

Sekianlah artikel স্কেল ও কির kali ini, mudah-mudahan bisa memberi manfaat untuk anda semua. baiklah, sampai jumpa di postingan artikel lainnya.

Anda sekarang membaca artikel স্কেল ও কির dengan alamat link https://mymusiculture.blogspot.com/2012/05/blog-post.html